ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'আগামীকাল' পিছিয়ে গেল

'আগামীকাল' পিছিয়ে গেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০২:৪২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০২:৫৪

২৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো ইমন-মম ও সূচনা আজাদ অভিনীত ছবি 'আগামীকাল'। মুক্তি উপলক্ষে ছবির পোস্টার ও ট্রেলারও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু বুধবার হুট করে জানানো হলো নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। 

কারণ হিসেবে ছবিটির প্রযোজক টুটুল চৌধুরী বলেন, 'আগামীকাল দারুণ একটি গল্পের ছবি। আমাদের বিশ্বাস ছবিটি দর্শকরা দেখে মুগ্ধতা নিয়েই হল থেকে ফিরবেন। তাই আমরা চাচ্ছি বেশি হলে মুক্তি পাক ছবিটি। এই নামে একটি ছবি মুক্তি পাচ্ছে সেটা প্রতিটি দর্শকই জানুক। কিন্তু মুক্তির জন্য যে পরিমাণ প্রচার-প্রচারণার প্রয়োজন আমরা সেটা পারিনি। এখন পর্যন্ত ছবিটির গানও প্রকাশ করা হয়নি। তাই ছবিটির মুক্তি পেছাতে হচ্ছে আমাদের।'

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। সিনেমাটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও করোনার কারণে এতদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াই ২৪ ডিসেম্বর  প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু এবারও প্রচারণার সময় চেয়ে পিছিয়ে গেল ছবিটি।

এ বিষয়ে পরিচালক অঞ্জন আইচ বলেন, 'ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হলেও প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে আরও বেশি প্রচার-প্রচারণা চালিয়ে মুক্তি দিতে। এ ছাড়াও ডিসেম্বরে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা চাই প্রতিটি ছবিই দর্শক দেখুক। তাই প্রতিযোগিতায় না গিয়ে নতুন বছরে ভালো দিনক্ষণ দেখে 'আগামীকাল' ছবিটি মুক্তির পরিকল্পণা নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।   

ছবিটির গল্পে দেখা যাবে ঘটনাক্রমে ইমনের সঙ্গে দেখা হয় অভিনেত্রী মমর। পরিচয় থেকে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেখান থেকে প্রেম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ান মমর আশ্রয়দানকারী মা। কারণ, তিনি নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এমন নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।’

ছবিটির মুক্তি পেছানোর পর প্রতিক্রিয়া জানিয়ে ইমন বলেন, 'ছবিটির গল্প অনেক সুন্দর। অঞ্জন আইচ দাদা দারুণ নির্মাণ করেছেন। তাই ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশাও বেশি। ছবিটি আরও বেশি দর্শকদের কাছে কিভাবে পৌছাবে, কিভাবে সিনেমাটির মুক্তির কথা সব শ্রেণীর দর্শকরা জানবে সে পরিকল্পণা নিয়েই মুক্তির তারিখ পেছানো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি নতুন বছরে অনেক বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি। দর্শকরাও এটি দেখতে হলে আসবেন।'

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটিতে  ইমন-মম-সূচনা ছাড়াও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ,  টুটুল চৌধুরী, তারিক স্বপনসহ অনেকেই।

আরও পড়ুন

×