ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২৫ বছর বিরতির পর ‘বিরঙ্গনা’ প্রকাশ করলেন হামজা

২৫ বছর বিরতির পর ‘বিরঙ্গনা’ প্রকাশ করলেন হামজা

হামজা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ০৫:০৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ০৫:১১

২৫ বছর পর ফের গান প্রকাশ করলেন ব্যান্ড শিল্পী হামজা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশ হয় তার ‘বিরঙ্গনা’ শিরোনামের একটি গানটির মিউজিক ভিডিও। এটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন হামজা নিজেই। দীর্ঘ সময় নিয়ে গানটি তিনি করেছেন বলে জানান । 

হামজা বলেন, ২৫ বছর এ গানের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করেছি। যুদ্ধের সেই সময়ে চিত্রটি এ গানে তুলে ধরেছি। শ্রোতারা এ গানের কথায় বাস্তবতার অনেক কিছু অনুধাবন করতে পারবেন।

১৯৯১ সালে হামজা ‘ব্যাক ডোর ম্যান’ নামে তার প্রথম ব্যান্ড গঠন করেন। সেই ব্যান্ডে, তিনি শুধুমাত্র প্রধান গিটার প্লেয়ার হিসেবে বাজিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি ‘ডোরিয়ান’ ব্যান্ড গঠন করেন। গানের পাশাপাশি হামজাকে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ ছাড়েন। 

হামজা তার সংগীতে ফেরা প্রসঙ্গে বলেন, কয়েক বছরের জন্য আমার সঙ্গীত বন্ধ ছিল। কিন্তু এখন আবার ফিরে এসেছি। নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সঙ্গে থাকতে চাই।

আরও পড়ুন

×