ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অন্য সবার চেয়ে আমার কাজের সংখ্যা অনেক কম: তানজিকা

অন্য সবার চেয়ে আমার কাজের সংখ্যা অনেক কম: তানজিকা

তানজিকা আমিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০০:২৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০০:৩৮

তানজিকা আমিন।মডেল ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'রূপ'। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'রূপ' নাটকের গল্পের সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল খুঁজে পেয়েছেন কি?

নাটকের গল্প পড়েই মনে হয়েছে, এ কোনো কাল্পনিক ঘটনা নয়, আমাদের চারপাশে যা ঘটছে, সেটাই গল্পের মতো করে তুলে ধরা হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেকের যে ভ্রান্ত ধারণা আছে, তা 'রূপ' নাটকের গল্পে নতুন করে উঠে এসেছে। এতে দেখা যাচ্ছে, নীরা নামের এক তরুণী ভাবে, মার্কিন মুলুকে গেলেই তার স্বপ্নের দুয়ার খুলে যাবে। প্রবাসী স্বামীকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু তার ধারণা যে ভুল, তা বুঝতে সময় লাগে না। এই যে গল্প, অনেকের জীবনে এটা বাস্তব হয়ে ধরা দিয়েছে। এ জন্যই হূদি হকের চিত্রনাট্য পড়ে নাটকের অভিনয়ের বিষয়ে দ্বিতীয়বার ভাবিনি। শুধু গল্প নয়, নাটকের প্রতিটি চরিত্রে আছে চেনা মানুষের ছায়া। পরিচালক কামরুজ্জামান রনিও চেষ্টা করেছেন এমনভাবে পর্দায় গল্প তুলে ধরতে, যাতে কোনো ঘটনা দর্শকের কাছে অবিশ্বাস্য মনে না হয়। আসলে এমন গল্পের জন্যই অপেক্ষায় থাকি। কাজ করে আনন্দ পাই।

'রূপ' নাটক নিয়ে দর্শকের কী প্রতিক্রিয়া, তা জানার সুযোগ হয়েছে?

ঘড়ি ধরে ক'জন টিভিতে নাটক দেখছেন, এটা বলতে পারব না। আজকাল অনেকে ইউটিউবে নাটক দেখেন। নাটক দেখার পর নিজেদের ভালো লাগা, মন্দ লাগার বিষয়েও মন্তব্য করেন। সেই সুবাদে জানার সুযোগ হয়েছে, এ নাটকটি অনেকে নিয়মিত দেখছেন এবং ভালো লাগার কথাও প্রকাশ করেছেন।

'গহীনের গান' ছবিটি এত অল্প সময়ে দর্শকের মাঝে সাড়া ফেলবে ভেবেছিলেন কি?

ছবির দেখার পর অনেকের কাছে মিউজিক্যাল ছবির একটা ধারণা জন্মাবে। ছবির গান এবং গল্পও ভালো লাগবে, এটুকু বিশ্বাস ছিল। কিন্তু এত অল্প সময়ে এতটা সাড়া ফেলবে সত্যি ভাবিনি।

তাহলে এখন থেকে কি নিয়মিত বড়পর্দায় দেখা যাবে?

এটা আগেভাগেই বলতে পারছি না। ছোটপর্দা, বড়পর্দা যেটাই হোক, আমি সেই কাজটি করতে চাই, যা নিজের ভালো লাগবে। কাজের সংখ্যা বাড়ানোর জন্য মনের ওপর জোর খাটিয়ে প্রতিদিন অভিনয় করে যেতে হবে, এটা আমি মানি না। খেয়াল করলে দেখবেন, অন্য সবার চেয়ে আমার কাজের সংখ্যা অনেক কম। অনেক ঝাড়াই-বাছাই করে কাজ করি বলে আমার কাজের সংখ্যা কম, তা কিন্তু নয়। আসলে যে কাজটি ভালো লাগে, সেটিই করি। ভালো কাজ যেহেতু প্রতিদিন হয় না, আমাকেও তাই প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াতে হয় না।

এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ত আছেন?

অভিনয় নিয়েই ব্যস্ত। হাতের কাজগুলো ছাড়াও আরও কিছু নাটকের জন্য নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে ঈদের জন্য কিছু কাজ করব।

আরও পড়ুন

×