ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পপ স্টার জাস্টিন বিবার করোনায় আক্রান্ত

পপ স্টার জাস্টিন বিবার করোনায় আক্রান্ত

জাস্টিন বিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৫৫

বিশ্ববিখ্যাত পপ স্টার জাস্টিন বিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল বিবারে। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন এই তারকা।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

জানা যায়, আগামী ২৮ জুন ফের আয়োজিত হবে এই কনসার্ট। এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়্যাল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই খবর।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, কিন্তু নিজের ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, খুব শিগগির ভেগাসেও তেমনটাই ঘটবে’।

পাশাপাশি জানানো হয়েছে রোববারের টিকিট দিয়েই ২৮ জুনের শো দেখতে পাবেন অনুরাগীরা। যদি কেউ টিকিটের পরিবর্তে টাকা ফেরত চান, তেমন ব্যবস্থাও থাকছে।

আরও পড়ুন

×