ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শুরু হলো রিয়াজ-মমর 'রেডিও'

শুরু হলো রিয়াজ-মমর 'রেডিও'

জাকিয়া বারী মম ও রিয়াজ আহমেদ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৩

আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেডিও। বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে উজ্জীবিত হতেন বীর মুক্তিযোদ্ধাসহ সারাদেশের সাধারণ মানুষ। এবার সেই রেডিও নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম 'রেডিও'। যার গল্পে দেখা যাবে- ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এই সিনেমার মাধ্যমে প্রায় ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করছেন রিয়াজ আহমেদ ও জাকিয়া বারী মম। ২০০৭ সালে তৌকীর আহমেদের 'দারুচিনি দ্বীপ' সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। গতকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। 'রেডিও' সিনেমায় রিয়াজ অভিনয় করছেন শিক্ষকের চরিত্রে। তিনি বলেন, 'ভালো একটি বিষয় নিয়ে কাজ হচ্ছে। আশা করি, সঠিক চিত্রায়ণের মাধ্যমে সবাই মিলে একটা ভালো সিনেমা উপহার দিতে পারব।' মম বলেন, 'সিনেমার গল্প ভালো। আইডিয়াটাও দারুণ! কাজটি করতে চাই। অনেক দিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি, সব মিলিয়ে ভালো একটি সিনেমা হবে।

আরও পড়ুন

×