ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়ি ফেরার টিকিট

মায়ের হাসির জন্য

মায়ের হাসির জন্য

ছবি ::মামুনুর রশীদ

সানজিদা ইয়াসমিন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ১২:০০

ঈদ আসছে। মানুষ শেকড়ের দিকে ছুটছে প্রাণের টানে। ঘরে ফেরার টিকিট যেন এখন সবচেয়ে মহার্ঘ বস্তু। ঈদ টিকিট কেনার গল্প নিয়ে আয়োজন। গ্রন্থনা :তানভীর তানিম

ছোট্টবেলা থেকেই ঢাকায় থাকেন সানজিদা। সম্প্রতি বিয়ে করে এক সন্তানের জননী তিনি। কাজ করছেন স্থানীয় একটি বেসরকারি সংস্থায়। এত ব্যস্ততার পরও সানজিদার ভাবনায় একটা জিনিস কখনও ভুল হয় না। তা হলো, প্রতি ঈদে মায়ের স্নিগ্ধ-কোমল বদন দর্শন। আর এ ক্ষেত্রে তিনি বরাবরের মতো সঙ্গী হিসেবে বেছে নেন বাসকে। সানজিদা জানান, ছোট থেকেই বাস যাত্রায় অভ্যস্ত আমি। তা ছাড়া রেলওয়েতে বিভিন্ন অপ্রতুলতা, হয়রানি আর অধুনা সময়ের পাথর নিক্ষেপের মতো ঘটনার কারণে এ পথে যাওয়া হয় না।
সানজিদার মতো আরও অনেকে আছেন, যারা যাত্রাপথের সঙ্গী হিসেবে দূরপাল্লার বাসকে উপযুক্ত বাহন মনে করেন। আগামী ২ মে ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে এ বছর দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। খুলনার মেয়ে সানজিদা এসেছিলেন গাবতলী কাউন্টারে। ৩০ এপ্রিলের টিকিট সংগ্রহ করতে। জানালেন, কোনো মতে টিকিট সংগ্রহ করতে পারলেও নাস্তানাবুদ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, রোজা রেখে ভিড় সামলে টিকিট সংগ্রহ করা এমনিতেই কষ্ট। তার ওপর এই গরমে কাউন্টারের সামনে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যাচ্ছে না, আবার দামও অনেক বেশি। তিনি বলেন, সংশ্নিষ্ট কর্তৃপক্ষের এসব বিষয়ে নজর দেওয়া উচিত।
কর্মজীবী নারী

আরও পড়ুন

×