ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রোডাক্ট রিভিউ

রিয়েলমি ৯ ফোরজি

রিয়েলমি ৯ ফোরজি

আনোয়ার হোসেন

প্রকাশ: ০৫ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ জুন ২০২২ | ০০:২৮

রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটি। বিশ্বের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন সল্যুশনের রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে থাকছে আইএসওসেল এইচএম৬ সেন্সরের ১০৮ মেগাপিক্সেল প্রো-লাইট ক্যামেরা।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
স্যামসাং আইএসওসেল এইচএম৬ ভিত্তিক মিড রেঞ্জের রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে প্রথমবারের মতো ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে নোনাপিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এ ফোনে তোলা ছবিগুলোতে আরও ভালো ব্রাইটনেস পাওয়া যাবে। নোনাপিক্সেল প্লাস প্রযুক্তির ৯সাম পিক্সেল বিনিং সল্যুশন স্যামসাং আইএসওসেল এইচএম২ ইমেজ সেন্সরের তুলনায় ১২৩ শতাংশ পরিমাণ সামগ্রিক আলো গ্রহণের বিষয়টিকে নিশ্চিত করে। লো-লাইটেও ছবি তোলায় এটি ভালো অভিজ্ঞতা দেবে। হাই-কোয়ালিটি ছবি তোলার জন্য ডিভাইসটিতে এইচএম৬ সেন্সরে ইন-সেন্সর আল্ট্রা-জুম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহারকারীরা দৃশ্যবস্তুর কাছে গিয়ে পছন্দমতো নিখুঁত ও সুন্দর কম্পোজিশনের ছবি তুলতে পারবেন।

কনফিগারেশন
ব্যবহারকারীদের জন্য ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম, ৬ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ১২৮ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটির ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ডার্ট চার্জিং প্রযুক্তি দিয়ে ৩১ মিনিটে ডিভাইসটি ৫০ শতাংশ চার্জ দেওয়া সম্ভব।

৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে
স্ট্রিমিং প্ল্যাটফর্ম উপভোগে ফোনটিতে ৬.৪ ইঞ্চির ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯০ হার্টজের রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, যা ব্যবহারকারীর হার্ট রেট পরিমাপে সক্ষম।

রিপল হলোগ্রাফিক ডিজাইন
রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসে বিশ্বের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন সল্যুশন নিয়ে আসা হয়েছে। এটি ডিজাইন প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। রিয়েলমি ৯ ফোরজির টেক্সচার মরুভূমির বালুর পরিবর্তনের টেক্সচার দ্বারা অনুপ্রাণিত।
দাম :২৬,৯৯০ টাকা।

আরও পড়ুন

×