গাইডলাইন: টুইটার
ফলোয়ার কৌশল

আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৮:০০
মাইক্রোব্লগিং সাইটের মধ্যে টুইটার (এক্স) বিশেষ গুরুত্বের জায়গায় আছে। ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্মটি বর্তমানে জনপ্রিয়তার একেবারে শীর্ষে অবস্থান করছে। টুইটারে ফলোয়ার বাড়াতে বিশেষ কিছু কৌশল নিয়ে কাজ করা যায়।
অপ্টিমাইজ প্রোফাইল: টুইটার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে প্রথমেই টুইটার প্রোফাইল অপ্টিমাইজ করা জরুরি। কারণ প্রফেশনাল এবং আপ-টু-ডেট প্রোফাইল থাকলে নতুন ফলোয়ার বাড়াতে তা সহায়ক হিসেবে কাজ করে।
নিয়মিত সক্রিয়: নিয়মিত পারলে প্রতিদিনই টুইট করা খুব জরুরি। টুইটারের অ্যালগরিদম সক্রিয় ভক্তদের প্রোফাইল অন্য ব্যবহারকারীদের টাইমলাইনে দৃশ্যমান হয়। ফলে ফলোয়ার বাড়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।
সাইটে টুইটার বাটন যুক্ত: টুইটারে ফলোয়ার বাড়ানোর কার্যকর এবং গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে টুইটার বাটন যুক্ত করা। ব্লগ বা ওয়েবসাইটে যে ভিজিটর যাবে, তারা টুইটারের বাটন থাকার কারণে তা ফলো করতে পারবে।
বিষয় ও ট্রেন্ড অনুসারে টুইট: টুইটার ভক্তরা নির্দিষ্ট বিষয় এবং ট্রেন্ডের বিষয়ে ভিত্তি করে কনটেন্ট পছন্দ করে। কনটেন্ট ভালো হলে ফলো করার সম্ভাবনা বেড়ে যায়। যে কোনো টুইটের আগে রিসার্চ করে কোন বিষয়গুলো এখন টুইটারে বেশি জনপ্রিয় এবং কোন কনটেন্টের ট্রেন্ড চলছে, সেগুলোর প্রতি নজর দিতে হবে। প্রচলিত ট্রেন্ড বিষয়গুলো পেতে টুইটার হোম পেজের ডান পাশে ট্রেন্ডিং সেকশনে দেখতে হবে।
নতুন থ্রেড: টুইটারে যখন বেশ কিছু টুইট একসঙ্গে করে পোস্ট করা হয়, তখন একে টুইটার থ্রেড বলে। এটি অনেকটা ব্লগ পোস্টের মতো। থ্রেড টুইটারে দ্রুত ছড়ায়। রিটুইটের সংখ্যাও সাধারণ টুইটের চেয়ে বহু গুণ বেশি হয়। তাই সপ্তাহে অন্তত তিন থেকে চারটি থ্রেড পোস্ট করলে নতুন ফলোয়ার বাড়াবে।
জনপ্রিয় অ্যাকাউন্টে কমেন্টস: টুইটারে ফলোয়ার বাড়াতে কার্যকর পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে বিশ্বের জনপ্রিয় অ্যাকাউন্টে নিয়মিত কমেন্টস করা। সে কমেন্টস পড়ে অনেকে প্রোফাইলে আসতে পারে। আবার ফলোও করতে পারে।
কমেন্টসে দ্রুত রেসপন্স: কমেন্টের উত্তর দেওয়া অবশ্যই টুইটার ফলোয়ার বাড়ানোর কৌশলের মধ্যে সবচেয়ে সহজ। যখন একজন ব্যবহারকারী মেনশন করে টুইট করে বা টুইটে মন্তব্য করে, তখন যতটা দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
সোশ্যাল মিডিয়ার ব্যবহার
ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে টুইটারের লিঙ্ক রাখলে নতুন ফলোয়ার বাড়ার সম্ভাবনা তৈরি হয়। উল্লিখিত কৌশলের মাধ্যমে টুইটারে ফলোয়ার সংখ্যা নিশ্চিতভাবেই বাড়ানো যায়।