ফড়িং গ্যালারি
বাবার সঙ্গে ঈদ আনন্দ

ইবতেসাম মাহবুব ইফাজ দ্বিতীয় শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১১:০৭
ফড়িংসোনার দল, আগামীকাল রোববার বাবা দিবস। এর পর দিনই ঈদ। এই
বাবা দিবস ও ঈদকে ঘিরে তোমাদের কতো ভাবনা, কতো আনন্দ। ঈদ ও বাবাকে ঘিরে সেই আনন্দ আর ভাবনার এত্তো এত্তো ছবি পাঠিয়েছো। এই নাও, তোমাদের আঁকা ছবি থেকে আজ পাঁচটি ছেপে দিলাম। দেখো কেমন লাগে...
- বিষয় :
- বাবা-ছেলে