ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

ছড়া-কবিতা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ০০:০৫

র কি বু ল  ই স লা ম 
আজ সারাদিন বিষ্টি নামুক

আজ সারাদিন বিষ্টি নামুক
আঁধার হয়ে সন্ধ্যা নামুক
আমি হবো জলে ডোবা
সবচে সুখী আঁচড়া-শামুক! 

আজ সারাদিন মেঘ চাদরে 
দূর আকাশের মুখটা ঢাকুক 
ঝম ঝমাঝম বাদল ধারায়
আমায় ঘরে বন্দি রাখুক।

আজ সারাদিন ব্যাঙরা ডাকুক
উদাস হয়ে গাইতে থাকুক
ডাঙায় থাকা ব্যাঙ মামারা
বাদল দিনের বৃষ্টি মাখুক।

 

মে জু  আ হ মে দ  খা ন 
বরষায় ঝর ঝর

আষাঢ়ের বরষায় ঝর ঝর ঝর
টিপটিপ টুপটাপ সারা দিনভর।
মাঠ ঘাট থই থই চারিদিকে জল
জলের ওপরে ঢেউ করে কলকল।

জেলেরা জলেতে দূরে বসে খোলা নায়
জাল টেনে মাছ ধরে মাঝি বৈঠায়।
কলার ভেলায় খোকা কেটে লয়ে ঘাস
বাড়ি নিয়ে যায় ঘরে গাভিরা উপাস।

আকাশেতে আলো নেই মেঘের আঁধার
কাদা জলে খেলে নাতি মসই দাদার।
গগনটা নুয়ে গেছে কালো মেঘে ভার
গুরু গুরু দেয়া ডাকে কভু চারিধার।

ঘরেতে বাদাম ভাজা হাতে টিপ টিপ
আলোহীন ঘরে জ্বলে নিয়নের দীপ
গোয়ালেতে বাঁধা আছে গাই গরু সব
আষাঢ়ি এমন দিনে ছুটি উৎসব।
 

 

নে য়া মু ল  হ ক 
তিড়িং বিড়িং ফড়িংছানা

তিড়িং বিড়িং ফড়িংছানা
শূন্যে ভাসে মেলে ডানা
শোনে নাকো কারো মানা
ফুলের বাগান তার ঠিকানা।

উড়ুৎ ফুড়ুৎ নাচ যে জানা
আহ্লাদে সে হয় আটখানা 
খেয়াল হলে গায় যে গানা
সুর বাজে তার, তা রে না না।

চায় না মিঠাই, চায় না ছানা
ঘাসের বনে খোঁজে খানা
আমেরিকায় থাকে নানা
দাদা থাকে সুদূর ঘানা।

 

শা মী ম  খা ন  যু ব রা জ 
ভিজছে পাতা ভিজছে ফুল

ভিজছে পাতা ভিজছে ফুল
ছুটছে হাওয়া হুলুস্থুল
ভিজছে ছাতা খুকুর চুল
ভিজছে মায়ের কানের দুল।

ভিজল দারুণ নিমতলা
নেই বাকি নেই শিমতলা
ভিজছে সকল সৃষ্টি রে
ঝমঝমাঝম বৃষ্টি রে!
 

আরও পড়ুন

×