ছবি দেখে কী মনে হয়
দল বেঁধে সব করছেটা কী?

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪ | ২৩:১৬
দল বেঁধে তারা কী দেখছে রে? তাও আবার সাগর তলে! তাদের এতো মায়া মায়া লাগছে কেনো? আর এই মায়াবী প্রাণীগুলোর নামটাইবা কী? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফড়িং সোনা, তোমার বয়স যদি ১২ বছরের মধ্যে হয়, তাহলে এই ছবিটা দেখে তোমার মনে যা যা এলো, তার সবটাই লিখে পাঠাও আমাদের কাছে। আমরা অনেক মজা করে ছেপে দেবো। লেখার সঙ্গে তোমার নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম-ঠিকানাও লিখে দিও কিন্তু...।
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
- বিষয় :
- ছবি