ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

ছড়া-কবিতা

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০০:১১

জুলফিকার শাহাদাৎ  
কিনতে মেয়ের হাসি

আমি যখন বাইরে থাকি। টাকাই তখন সব
সেই সময়ে যায় না শোনা শিশুর কলরব
শিশুমানে আমার মেয়ে, আমার মেয়ের ডাক
গলা ধরে বলবে যে জন, ‘ঘোড়ার মত থাক’। 

ঘোড়াই থাকি। গাধাও হই। তার কথা সব ঠিক
একটু এদিক ওদিক হলেই মারবে জোরে কিক
চড় থাপ্পড় খুব সাধারণ, ইচ্ছে হলেই মারে
সব ভুলে যাই মেয়ে যখন ওঠে আমার ঘাড়ে।

টাকা না থাক তার বায়নার ফর্দ নিতে রোজ
এ রুম ও রুম ঘুরে ঘুরে রাখি মেয়ের খোঁজ
মেয়ে যখন বায়না ধরে মুখজুড়ে তার হাসি
আমার মেয়ের এই হাসিমুখ আমি ভালোবাসি। 

আমি যখন বাইরে থাকি, মন উচাটন মন
কখন যাব মেয়ের কাছে, ভাবনা প্রতিক্ষণ 
ভাল্লাগে না দূরের জীবন, ইচ্ছে, ছুটে আসি
চকলেট, জুস হাতে দিয়ে কিনতে মেয়ের হাসি।
 

 

 

সারওয়ার-উল-ইসলাম 
সক্কালে আর দুপ্পুরে

নদীর জলে 
      রোদের নাচন 
              সক্কালে আর দুপ্পুরে
নাচের মুদ্রা 
       কেউ জানে না 
              ধাপ্পুরে আর ধুপ্পুরে।

রোদকন্যার 
        দু’পায় রোদের 
                চকচকে আহ্ নূপ্পুরে,
জলের ভেতর 
         সুর তুলে যায় 
              মন চলে যায় রূপ্পুরে।
 

 

নীহার মোশারফ 
হাতি সমাচার

ইয়া বড় শুঁড় হাতির
দেহের ওজন কম না।
শুঁড় দিয়ে দেখায় খেলা
মহানগর রমনা।
পিলখানাতে ছিল ওরা
বংশগতভাবে
নগরায়ণ হওয়ার ফলে
কোথায় ওরা যাবে?
ভেবে ভেবে গেল ওরা
মস্ত হাতিরপুল
সেখানেও ঠাঁই হলো না
হারালো দুকূল।
হাতি তখন ছাড়ল শহর
চলে গেল বনে
বিজলিবাতির কেরামতি 
রইল মনে মনে।
বিশেষ বিশেষ দিনে যখন
হাতি আসে ঢাকা
খোকাখুকুর খোশ-খুশিতে
ঘুরে মনের চাকা।
 

 

শাহরিয়ার শাহাদাত 
বৃষ্টি দিবস

সাদা রঙের মেঘলাবাড়ি
হঠাৎ হলো কালো
রেইনি সুরে মেঘকলিরা
পিয়ানো বাজালো! 

পিয়ানোসুর শুনতে পেয়ে
কোলা ব্যাঙের ছানা
গাল ফুলিয়ে বাবল্‌ ছেড়ে 
করল শুরু গানা।

সুর বোঝে না কোলার ছানা
গানের লিরিখ ভুল
রিনঝিন-ঝিন সেলিব্রেশন
ফুল ভলিউম ফুল! 

‘বৃষ্টি তোমার বৃষ্টি আমার’
আবোলতাবোল গায়
সে গান শুনে কোলার মামা
গিফট পাঠাতে চায়। 

কোলার মামা পাঠিয়ে দিল
হলুদ রঙের জামা
আজ পুকুরে বৃষ্টি দিবস
আনন্দ-হাঙ্গামা।

আরও পড়ুন

×