ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লেখা ও ছবি

পাহাড়ি এক বাড়ির গল্প

পাহাড়ি এক বাড়ির গল্প

আঁকা নওরিন বিনতে সাহাদাত

লেখা আরিবা আফসার ঋতু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০০:১২

ছোট্ট আরিবাদের বাড়ির পাশে একটি বন ছিল। ছিল একটি পাহাড়ও। তো বনটি নিয়ে ছিল আরিবাদের খুব আগ্রহ। কারণ ওই বনে ছিল দুটি দুষ্টু বানর। একদিন তারা কলা খাচ্ছিল আর মনের সুখে গল্প করছিল। খেতে খেতে কথা বলার কারণে তাদের গলায় হঠাৎ কলা আটকে গেল। এরপর তারা আটকে যাওয়া কলা গলা থেকে বের করতে না পেরে মরে যায়! মরে গিয়ে বানরগুলো ভূত হয়ে যায়। ভূত হয়ে যাবার পর তাদের এতো ক্ষুধা বেড়ে গেল যে তারা বনের সব গাছপালা, ঘরবাড়ি খেয়ে ফেলতে লাগলো। এভাবে খেতে খেতে একদিন তারা আরিবাদের গ্রামেও চলে এলো। আরিবা বানরদের ডেকে বলে, আমাদের গ্রামে খাবার মতো কিছু নেই। তোমরা বরং ওই পাহাড়টার দিকে যাও। তারপর তারা পাহাড়ের দিকে চলে গেল। আরিবাদের গ্রামের সবাই অনেক খুশি! 
n আরিবার বয়স : ২+৩+৪ বছর; সে চতুর্থ শ্রেণিতে পড়ে নোয়াখালী আইডিয়াল স্কুলে 
n নওরিনের বয়স : ১+২+৪ বছর; সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে ঢাকার বি এফ শাহীন কলেজে

আরও পড়ুন

×