ঘোরাঘুরি
গ্রামের বাড়ির পুকুর জলে!

.
তানজিম তাহমিদ
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০০:১৫
আমরা গ্রামের বাড়ি থেকে ফিরলাম। দুই ভাই-বোন অনেক মজা করেছি। ট্রেন ভ্রমণে খুব আনন্দ পেয়েছি। আমার বোন ফাতিহা লাফালাফি করেছে। ট্রেনের জানালার পাশে বসে আমরা দারুণ সব দৃশ্য দেখেছি। গাছপালা, নদী আর গ্রাম দেখার সময় মনে হয়েছিল, যেন আমরা কোনো গল্পের মধ্যে আছি। গ্রামে পৌঁছানোর পর গ্রাম দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গ্রামের পথ, গ্রামের সবুজ, কতো কতো ফল গ্রামে। আমার দাদার বাড়িতে বিশাল বিশাল বালুর স্তূপ। আমরা বালিতে হাত দিয়ে দুর্গ বানালাম আর পুকুরে গোসল করলাম। বাবা বললেন, ‘এই বাড়িতেই আমার সব শান্তি। তোরাও থাক, দেখবি তোদেরও শান্তি লাগবে।’ এটা শুনে আমরা ভাই-বোন খুব আনন্দিত হলাম। এরপর আমরা আত্মীয়ের বাড়িতে গেলাম। কতো কতো মানুষ আমাদের কতো আদর করলো। সূর্যের আলোতে গ্রামের সবুজ গাছগুলো খুব ঝলমল করে। আমরা বাজারে গিয়েছি বাবার সঙ্গে। বাজারের মানুষরাও দেখি বাবাকে চেনেন। বাজারটাও চারদিকে পানি আর সবুজে ঘেরা। বাজারের মানুষজন আমাদের স্থানীয় খাবার খাওয়ালেন।
এরপর আমরা গ্রামের শেষ বাড়িটায় গেলাম। সে বাড়িটা খুব ভূতুড়ে। আমরা সবাই মিলে হাতে হাত ধরে গেলাম। বাড়িতে বিশাল একটা পুকুর। আমরা পুকুর ঘাটে গেলাম। পানিতে পা ভেজালাম। বিশাল পুকুর দেখলাম। আমার দেখা এই পুকুরটাই সবচেয়ে বড় পুকুর। বাবা বলেন, এটা পুকুর না; এটা হচ্ছে দিঘি।
আমার ছোট বোন পুকুর ঘাটে তেলাপিয়া মাছ দেখে আনন্দে চিৎকার করতে থাকলো। কিছু মাছ এত বড় ছিল দেখে মনে হচ্ছিল, আমরা সত্যিই পুকুরের গভীরে আছি! গ্রামের ভ্রমণটি আমাদের জন্য ছিল আনন্দের স্মৃতিতে ভরা। এই স্মৃতি আমরা কখনও ভুলবো না।
n বয়স : ৩+৪+৪ বছর; চতুর্থ শ্রেণি, রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
- বিষয় :
- পুকুর