মমতার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার বিকেলে সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২২:০৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২২:৪১
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
সোমবার বিকেল ৫টার দিকে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর নবান্ন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় ৯ বছর পর বাংলাদেশের কোনো হাইকমিশনারের সঙ্গে মমতার বৈঠক হলো। নবান্নে এই বৈঠকে মমতা তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও জনগণের প্রতি শুভেচ্ছা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হাইকমিশনারকে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (অ্যাক্টিং) মহ. আসরাফুর রহমান শিকদার এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ। বাংলাদেশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় মিষ্টি, শাড়িসহ বিভিন্ন সামগ্রী।
২০ মিনিটের এই বৈঠকে মমতা বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিন দিনের সফরে রোববার কলকাতায় আসেন হাইকমিশনার। এদিন বৈঠকে সীমান্ত এলাকার সমস্যা, বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল। তবে এসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা, সে সম্পর্কে কিছু জানা যায়নি বাংলাদেশের উপদূতাবাস কিংবা মমতার দপ্তর নবান্ন থেকে।
- বিষয় :
- ভারত