শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি পেল ৩৫০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদসহ অন্যরা
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০০
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। গতকাল বুধবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির চেক প্রদান করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত ৪০ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করে। বাকি ৩১০ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির অর্থ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ১৬৫ জন ছাত্র ও ১৮৫ জন ছাত্রী। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত এই শিক্ষার্থীদের মাসিক কিস্তি আকারে মোট ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছে।
- বিষয় :
- এ. কে. আজাদ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক
- বৃত্তি