ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইথিওপিয়ায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা

ইথিওপিয়ায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা

ছবি: দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০৮:১৮ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০৮:১৮

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্রধারীরা এক ব্যক্তিকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারছে। ঘটনাটি পশ্চিম ইথিওপিয়ার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইথিওপিয়ায় জাতিগত সংঘাতের ভয়াবহতায় নিন্দার ঝড় বইছে এবং দেশটিতে নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ মার্চ দেশটির বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলের মেটেকেল এলাকার আয়িসেড কেবেলে ১১ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ৯ জন টাইগ্রে জাতির। 

এর মধ্যে ১০ জনকে গুলি করে হত্যা করা হয়। ১১তম ব্যক্তি ছিলেন একজন টাইগ্রিয়ান। ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশনের (ইএইচআরসি)  তথ্যানুসারে, ওই ব্যক্তিকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। কমিশন ঘটনাটি নিয়ে তদন্ত করে বলেছে, ইথিওপিয়ান বাহিনী এবং অন্য সশস্ত্র দলগুলো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ চালাচ্ছে। এই অঞ্চলে জাতিগত সংঘাতে গত বছর শত শত মানুষ নিহত হয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যায়, ৫০ জনের বেশি অস্ত্রধারী, যাদের মধ্যে ইথিওপিয়ান সেনাবাহিনীর সদস্যও ছিল। তারা সাদা পোশাকের এক ব্যক্তিকে একটি পোড়া স্তূপের দিকে নিয়ে যাচ্ছে। জায়গাটি দেখে মনে হচ্ছিলো সেখানে আগেও মানুষ পোড়ানো হয়েছিল। কিছুক্ষণ অপমানের পর তারা তাকে ওই পোড়া স্তূপের দিকে ধাক্কা দেয় এবং পুনরায় আগুন ধরাতে সেখানে ঘাস, কাঠও ফেলে তারা।  

 


আরও পড়ুন

×