ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মারিওপোল থিয়েটারে রুশ হামলায় ৩০০ জন নিহত

মারিওপোল থিয়েটারে রুশ হামলায় ৩০০ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ০৮:৫৭ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ০৮:৫৭

ইউক্রেনের অবরুদ্ধ মারিওপোল শহরের এক থিয়েটারে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছেন। শুক্রবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এমন দাবি করেছেন সেখানকার স্থানীয় কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মারিওপোল সিটি কাউন্সিল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য এসেছে যে একটি রাশিয়ান বিমানের বোমা হামলার ফলে মারিওপোল ড্রামা থিয়েটারে প্রায় ৩০০ জন মারা গেছেন।

ধ্বংসস্তূপ থেকে প্রায় ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ইউক্রেন সরকার জানায়, মোট কত জন নিহত হয়েছে তা বলা সম্ভব নয়। মারিওপোল শহর বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। সেখানে রুশ বাহিনীর অবিরাম বোমাবর্ষণ করছে।

এদিকে, মারিওপোল শহরের থিয়েটারে বোমা হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। 

আরও পড়ুন

×