ভুলের জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে: ইমরান খান

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ১০:৪৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ১০:৪৯
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ও পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অতীতে পিটিআইয়ের করা ভুলের কারণে চড়া মূল্য দিতে হয়েছে।
মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর ডনের।
এদিন তিনি সামনের নির্বাচন ঘিরে কীভাবে দল সাজাতে চান এবং কাদের নির্বাচনে লড়ার জন্য টিকিট দেওয়া হবে সে বিষয়ে কথা বলেন।
ইমরান খান বলেন, দল এখন বুদ্ধিমান এবং ‘আদর্শিক’ কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসে এক অনুষ্ঠানে ইমরান খান দলের নেতাকর্মীদের পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, দল থেকে নির্বাচনে লড়ার জন্য সতর্কভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবার তাদেরই টিকিট দেওয়া হবে যারা দলের রাজনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত ছিলেন।
ইমরান খান বলেন, অতীতে আমাদের দ্বারা কিছু ভুল হয়ে গেছে, যার কারণে আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। সুতরাং ভুল থেকে শেখার পর, আমাদের প্রথম সিদ্ধান্ত হলো— অনেক ভেবেচিন্তে এবার টিকিট দেওয়া হবে।
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, যেসব সাবেক সংসদ সদস্য ‘কঠিন সময়ে’ দলের সঙ্গে রয়েছেন এবং সমর্থন করছেন তাদের দেওয়া হবে টিকিট।
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
চলতি বছরের ৮ মার্চ পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। যা ২৮ মার্চ উত্থাপিত হয়।