ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউক্রেনের কেমিন্না শহরের ‘পতন’

ইউক্রেনের কেমিন্না শহরের ‘পতন’

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২ | ০৩:৫১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ | ০৩:৫১

রাশিয়ার সৈন্যদের হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের কেমিন্না শহরের পতন হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে লুহানস্কের এই শহরটির পতনের বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানায়নি।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো প্রায় ১৮ হাজার বাসিন্দার শহর কেমিন্না নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

রাশিয়ার সেনারা দনবাস অঞ্চলে অত্যন্ত সুরক্ষিত ইউক্রেনীয় অবস্থানগুলো ঘিরে ফেলার চেষ্টা করছে, এমন ধারণা পাওয়ার কথা জানিয়েছে তারা। রাশিয়ার বাহিনীগুলো দক্ষিণ দিক থেকে জাপোরিজজিয়া শহরে আক্রমণ করতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে ইউক্রেইনীয় বাহিনীগুলো সেখানে প্রতিরক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনবাস অঞ্চলে বিদেশি অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা ইউক্রেইনের রেলওয়ের ছয়টি স্থাপনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে তারা।

আরও পড়ুন

×