ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতিসংঘ মহাসচিব নিরাপদে আছেন: মুখপাত্র

জাতিসংঘ মহাসচিব নিরাপদে আছেন: মুখপাত্র

ছবি: এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২ | ২৩:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ | ২৩:১২

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার দুটি রকেট আঘাত হানে। এর মধ্যে একটি পড়েছে কিয়েভে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যে হোটেলে থাকছেন তার একেবারে কাছেই।

গুতেরেস মুখপাত্র এ তথ্য জানান। খবর বিবিসির।

স্টিফেন ডুজারিক বলেন, কিয়েভের যে হোটেলে জাতিসংঘের মহাসচিব থাকছেন তার কাছেই বৃহস্পতিবার আঘাত হেনেছে একটি রকেট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জাতিসংঘের মহাসচিব গুতেরেস যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার ঘণ্টাখানেক পর এ হামলার ঘটনা ঘটে।

ডুজারিক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে বলেন, জাতিসংঘের মহাসচিব ও তার দলের সবাই নিরাপদে আছেন। 

তিনি বলেন, হামলার সময় জাতিসংঘের প্রতিনিধি দল হোটেলে ছিল না। তারা ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠক করছিলেন।

জাতিসংঘের মহাসচিব বিবিসিকে বলে, আমি আজ কিয়েভে। কিয়েভে দুটি রকেট বিস্ফোরিত হয়েছে। এটি জেনে অবাক হয়েছি যে, দুটি রকেটই নাকি আঘাত হেনেছে আমি যে শহরে থাকি সেখানে। 

‘সুতরাং, এটি একটি নাটকীয় যুদ্ধ এবং আমাদের অবশ্যই এ যুদ্ধ শেষ করতে হবে। একই সঙ্গে আমাদের এ যুদ্ধের জন্য একটি সমাধান দরকার’, যোগ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব ইউক্রেন সফরে যান ২৭ এপ্রিল। সেখানে তিনি রুশ সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন

×