ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

বাড়িটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে-এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০১:৪৩

ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার সকালে প্রদেশটির মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় প্রশাসন জানায়, মউ জেলার মহাম্মদবাদ এলাকায় দোতলা ওই বাড়ির ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বাড়িটি ধসে এ হতাহতের ঘটনা ঘটে। বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনার পরেই সেখান থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তারা। 

ধ্বংসাবশেষে মানুষজন আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখার জন্য ভেঙে পড়া বাড়ির মধ্যে উদ্ধার অভিযান চলছে। 

এই দুর্ঘটনায় মৃতদের জন্য শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে জেলা কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন।


আরও পড়ুন

×