ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিশ্বের 'প্রথম উপন্যাস'র হারানো অধ্যায় পাওয়া গেল জাপানে

বিশ্বের 'প্রথম উপন্যাস'র হারানো অধ্যায় পাওয়া গেল জাপানে

উপন্যাসটির খুঁজে পাওয়া অধ্যায়-সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৩:৪৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ০৪:০০

দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া বিশ্বের 'প্রথম উপন্যাসের' একটি অধ্যায়ের খোঁজ মিলেছে জাপানে। উপন্যাসটি জাপানের একটি সংরক্ষণ কক্ষে রাখা হয়েছে। 

বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, নীলনকশায় বাঁধা লেখাটি একাদশ শতাব্দীর জাপানি ক্লাসিক গেঞ্জি মনোগাতারি বা দ্য টেল অফ গেঞ্জির একটি অধ্যায়। 

উপন্যাসটি লিখেছেন জাপানি লেখক মুরাসাকি শিকিবু। এতে যু্বরাজ গেঞ্জির তার প্রেমিকা মুরাসাকি-ন-উয়ের প্রতি ভালবাসা নিয়ে বইটি চিত্রিত হয়েছে।

খুঁজে পাওয়া উপন্যাসটির অধ্যায়টিতে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেখানে ১৮ বছর বয়সী যুবরাজ মুরাসাকি-ন-উয়ের সঙ্গে দেখা করেছিলেন। খবর সিএনএনের।

উপন্যাসটিতে মূল ৫৪টি অধ্যায় রয়েছে। জাপানি কবি ফুজিওয়ার নো টাইকার অনুবাদগুলোকে প্রাচীনতম পুঁথি হিসেবে ধরা হয়ে থাকে। সর্বশেষ আবিষ্কৃত অধ্যায়টি ছাড়াও তার প্রতিলিপির আরও চারটি অধ্যায় জাপানের জাতীয় সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে নিবন্ধিত রয়েছে। 

সংস্কৃতি সংরক্ষণ ফাউন্ডেশন রেইজিকে শিগুরেতেই বুঙ্কো টেক্সার প্রতিলিপিগুলোর একটি অধ্যায় হিসেবে এই পাঠ্যকে অনুমোদন দিয়েছে। 

৭২ বছর বয়সী মোটোফুয়ে ওকোচি ফেব্রুয়ারিতে ছোট এই বইটি টোকিওতে তার নিজ বাসায় খুঁজে পেয়েছিলেন। 

ওকোচি বংশটি জাপানের সামন্ততান্ত্রিক যুগের। ধারণা করা হচ্ছে, ১৭৪৩ সালে পান্ডুলিপিটি অন্য পরিবারের কারও কাছ থেকে ওকোচি পরিবারকে দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, খুঁজে পাওয়া অধ্যায়টি টাইকারের অনুবাদগুলোর সঙ্গে বহুভাবে মিলে যায়। 


আরও পড়ুন

×