ইরাকে আগাম নির্বাচন চান আল-সদর

মুক্তাদা আল-সদর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ২১:৫৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ২২:০৭
দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের বাগদাদে ন্যাশনাল পার্লামেন্টের ভেতরে অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরাকের জনপ্রিয় মুসলিম স্কলার মুক্তাদা আল-সদর। তার দাবিগুলো হলো—পার্লামেন্টের বিলুপ্তি ও আগাম নির্বাচন আয়োজন। খবর আলজাজিরার।
বুধবার নাজাফ থেকে দেওয়া টেলিভিশন ভাষণে এমনই আহ্বান জানালেন শিয়া এ নেতা। তার এ বক্তব্য দেশটিতে চলমান অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করতে পারে। ইতোমধ্যে দশ মাস হয়ে গেছে দেশটি নির্বাচিত কোনো সরকার নেই।
আল-সদরের শত শত সমর্থক বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে হামলা চালায়। যেখানে সরকারের গুরুত্বপূর্ণ ভবন, বিদেশি দূতাবাস রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে তারা খালি পার্লামেন্ট ভবনের অভ্যন্তরে ঢুকে পড়ে সেখানে অবস্থান নেন।
শিয়া এ নেতার সমর্থকরা পার্লামেন্ট ভবনের চারপাশে তাঁবু স্থাপন ও খাবার স্টল তৈরি করে একটি ক্যাম্প বানিয়েছেন।
গত অক্টোবরের নির্বাচনে সদর সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্ট থেকে নিজের দলের আইনপ্রণেতাদের প্রত্যাহার করে নেন। আর লাখ লাখ শ্রমিক শ্রেণির শিয়া ইরাকিদের ওপর নির্ভর করে বর্তমান প্রশাসনের ওপর চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ এবং পার্লামেন্টে অবস্থান ধর্মঘটের মাধ্যমে।
আল-সদর তার ভাষণে জোর দিয়ে বলেন যে, তিনি তার দাবির জন্য ‘শহীদ’ হতেও প্রস্তুত।
দাবিগুলো সম্পর্কে তিনি বলেন, ‘পার্লামেন্টের বিলুপ্তি এবং আগাম নির্বাচন আয়োজন।’
- বিষয় :
- মুক্তাদা আল সদর
- আগাম নির্বাচন
- ইরাক
- দাবি
- সমর্থক