ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুক্তাদা আল-সদরের নির্দেশে গ্রিন জোন ছাড়ছেন সমর্থকরা

মুক্তাদা আল-সদরের নির্দেশে গ্রিন জোন ছাড়ছেন সমর্থকরা

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০৬:৫৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০৭:০৪

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর বিক্ষোভ থামিয়ে সমর্থকদের রাজধানী বাগদাদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সহিংসতার মাত্রা বৃদ্ধির মধ্যে শিয়া নেতার পক্ষ থেকে এ নির্দেশ এলো। তার নির্দেশ পাওয়ার পর সমর্থকরা বিক্ষোভস্থল গ্রিন জোন ছাড়তে শুরু করেছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার আল-সদর এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের দল সুশৃঙ্খল ও অনুগত। আপনারা এক ঘণ্টার মধ্যে পার্লামেন্ট ভবন থেকে সরে আসুন।

তিনি আরও বলেন, এটি বিপ্লব নয়। কেননা এটি তার শান্তিপূর্ণ চরিত্র হারিয়েছে।

সহিংসতার জন্য ইরাকের জনগণের কাছে ক্ষমা চান আল-সদর। যে সহিংসতায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

এর আগে প্রভাবশালী এ শিয়া নেতা রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। এদিকে তিনি নির্দেশ দেওয়ার পর পরই বিক্ষোভকারীরা সরে যেতে শুরু করেছেন।

এদিকে সোমবার স্থানীয় সময় সাতটা থেকে আরোপ করা দেশজুড়ে কারফিউ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিক্ষোভ শেষ করে সরে যেতে আল-সদর তার সমর্থকদের যে নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।

এ ছাড়া ইরাকে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমআই) গ্রিন জোন ছেড়ে যেতে সমর্থকদের দেওয়া আল-সদরের নির্দেশকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন

×