মার্কিন সিনেটে সমকামী বিয়ে সংক্রান্ত বিল পাস

ছবি- সংগৃহীত।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ | ২২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ | ২২:৫৮
মার্কিন সিনেটে সমকামীদের বিয়ের পক্ষে বিল পাস হয়েছে। ডেমোক্র্যাটরা তো বটেই, ১২ জন রিপাবলিকান সদস্যও বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি সিনেটে ৬১-৩৬ ভোটে জয়ী হয়েছে। এখন হাউস অব রিপ্রেসেনটেটিভ তা বিচার করে দেখবে।
বিলটি হাউস অব রিপ্রেসেনটেটিভে পাস হলে বাইডেনের কাছে তা পাঠানো হবে। বাইডেন অবশ্য সিনেটে বিল পাসের পর জানিয়েছেন, সিনেটে রেসপেক্ট ফর ম্যারেজ আইন পাস হওয়ার অর্থ যুক্তরাষ্ট্র আবার তাদের মৌলিক সত্যটা স্বীকার করে নিচ্ছে, ভালোবাসার অর্থ ভালোবাসাই। আমেরিকানরা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে।
এই পরিপ্রেক্ষিতে নতুন বিল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বিলে বিয়ের সংজ্ঞা বদল করা হয়েছে। আগে বলা হয়েছিল, বিয়ে পুরুষ ও নারীর মধ্যে হবে। এখন বলা হয়েছে, লিঙ্গ, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বিয়ে করা যাবে।
- বিষয় :
- সমকামী বিয়ে
- মার্কিন সিনেট