ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেসি-এমবাপ্পের জার্সি পরে বিয়ে

মেসি-এমবাপ্পের জার্সি পরে বিয়ে

আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি গায়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শচীন ও আথিরা। ছবি- সংগৃহীত।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৬:৩২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৯:৪১

‘খেলিছ এ বিশ্ব লয়ে...’ যেন গতিতে-ছন্দে, আবেগে-আনন্দে। গোলাকার এক বল- উন্মাতাল করে দিল গোটা বিশ্ব। বিশ্বকাপ ফুটবল নিছক খেলার আসর নয়, এ যেন হ্যামিলিয়নের বাঁশির মেলায় শত আবেগের ঘনঘটা। যে আবেগ-আবির ভাসিয়ে নেয় ক্রিকেটে আকণ্ঠ ডুবে থাকা ভারতের মতো দেশকেও। 

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ফুটবল ভক্তদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সড়কে সড়কে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকা। মোড়ে মোড়ে খেলা দেখার জন্য বড় বড় পর্দা। ঢোল-ড্রাম, বাঁশি, ভুভুজোলায় উন্মাতাল আনন্দ। কেমন ছিল ফুটবলপ্রেমীদের বুকের দুরু দুরু, ঢিপ ঢিপ আর আবেগের তুফান? তা আঁচ করা যায় শচীন আর আথিরার দিকে তাকালে। 

রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচের দিনে ছিল এই দুই তরুণ-তরুণীর বিয়ে। শচীন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির প্রবল ভক্ত। অন্যদিকে আথিরা ফরাসি ফুটবল দলের অনুরাগী সমর্থক।

বিশ্বকাপের ইতিহাসের উত্তেজনা ও নাটকীয়তম ফাইনালে তাদের প্রিয় দুই দল মাঠে নামার কয়েক ঘণ্টা আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শচীন-আথিরা। কোচি শহরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। 

বিয়ের পোশাক ও গয়নার ওপর এই দম্পতি পরেছিলেন প্রিয় দুই দলের ১০ নম্বর জার্সি। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে ভালোবাসা জানাতে জার্সি পরেছিলেন আথিরা। আর মেসিভক্ত শচীন পরেছিলেন আকাশি-সাদা জার্সি।

কেরালার সংবাদপত্র মালায়ালা মনোরমার প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, কোচি শহরে বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই এই নবদম্পতি ২০৬ কিলোমিটার দূরে তিরুবনন্তপুরমে শচীনের বাড়িতে প্রায় ছুটে আসেন, যেন ফাইনাল ম্যাচের একটি সেকেন্ডও মিস না হয়।

কেরালায় নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিকৃতির এই ছবি টুইট করেছিল ফিফা।

এই নবদম্পতির উত্তেজনা ও অনুরাগে জল ঢালেনি ফুটবল। ফাইনাল রাঙিয়েছে দারুণ উত্তেজনায়। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আকাশি-সাদারা। জিতেছে মেসিপ্রেমী শচীনের আর্জেন্টিনা, তবে হারেনি তার নববধূ আথিরার প্রিয় ফ্রান্স। মূলত এমন ম্যাচে কেউ হারে না, জয়ী হয় কেবল ফুটবল।  

বিশ্বকাপ জয়ের আনন্দে ভারতের আর্জেন্টিনা সমর্থকরা মিছিল করছেন। মধ্যরাতে দেশটির বিভিন্ন শহরে মিছিল করেছেন লিওনেল মেসিপ্রেমীরা। উচ্ছ্বাসে যোগ দিয়েছেন অন্য দলের সমর্থকরাও। উড়িয়েছেন আর্জেন্টিনার পতাকা, ফুটিয়েছেন রাশি রাশি আতশবাজি।

ত্রিশুরে এক হোটেল মালিক আর্জেন্টিনার জয়ের আনন্দে ফ্রিতে বিরিয়ানি পরিবেশন করেছেন। 

আকণ্ঠ ক্রিকেটে ডুবে থাকা একটি দেশের এমন ফুটবল প্রেম নজর কেড়েছে বিশ্বের। গত মাসে ফিফা কেরালার ফুটবল ভক্তদের উচ্ছ্বাস নিয়ে পোস্ট করে। টুইটারে নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির বিশাল প্রতিকৃতির ছবি শেয়ার করে। ব্রাজিলিয়ান তারকা নেইমার এ জন্য তার ভারতীয় ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন। 

আরও পড়ুন

×