ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিলিপাইনে ভূমিকম্প, নেই সুনামির সতর্কতা

ফিলিপাইনে ভূমিকম্প, নেই সুনামির সতর্কতা

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:৫৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:৫৯

ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের মধ্যাঞ্চল। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এবং দেশটির সরকার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।

মাসবেত প্রদেশের পুলিশপ্রধান রলি আলবানা বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। এটা বেশ শক্তিশালী ভূমিকম্প ছিল।’

এর আগে গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইনের উত্তরাঞ্চল। তারও আগে গত বছরের জুলাইয়ে দেশটির পার্বত্য আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে নিহত হন অন্তত ১১ জন।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই ভূমিকম্পে দুই দেশে মোট মৃত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। হতাহত মানুষের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া গত মঙ্গলবার ও বুধবার যথাক্রমে রোমানিয়া ও নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে রোমানিয়ার ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ আর নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন

×