নাবলুসে ইসরায়েলের অভিযানে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা

নাবলুসে ইসরায়েলি অভিযানের সময় যে বাড়িতে দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয় সেই বাড়ির দরজায় অসংখ্য গুলির দাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ০৯:৫৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ০৯:৫৪
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের এ অভিযানটিকে স্থানীয়রা ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেন। এর ফলে হামজা মকবুল ও খাইরি শাহীন নামে দুই যুবকের মৃত্যু হয়।
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার জানান, ইসরায়েলি বাহিনী দুই ব্যক্তির সন্ধানে শহরে অভিযান চালিয়েছে। পুরাতন নাবলুসের একটি বাড়িতে তাদের খোঁজ করা হয়। সেনা সদস্যরা লাউডস্পিকারে তাদের আত্মসমর্পণ করতে বলে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই সপ্তাহে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর জন্য ওই ব্যক্তিদের সন্দেহ করা হচ্ছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি একটি বিবৃতিতে বলেছে, তাদের কর্মীরা নাবলুসের পুরাতন শহর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী গুলি করার আগে বাড়িটি ঘিরে ফেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১২ ফিলিস্তিনি নিহত এবং ১৪০ জন আহত হওয়ার দুই দিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনাটি ঘটল। ওই অভিযোনে আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
এই অভিযানের পর ওই শরণার্থী শিবির থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। এটি গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
২০২১ সালের জুন থেকে পশ্চিম তীরে প্রায় দৈনিক অভিযান ও ফিলিস্তিনিদের হত্যা চালাচ্ছে ইসরাইল।
- বিষয় :
- পশ্চিম তীর
- নাবলুস
- ইসরায়েলের অভিযান
- ফিলিস্তিন