ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আজব কাণ্ডে থামল ট্রেন

আজব কাণ্ডে থামল ট্রেন

ফায়ার অ্যালার্ম বাজার কারণে থেমে যায় ট্রেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ০৫:২১ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৫:৪০

আজব এক কাণ্ডে থামল দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার সন্ধ্যায় ভারতের তিরুপতি থেকে সেকেন্দরাবাদ যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের একটি স্টেশনে টিকিটহীন এক যাত্রী উঠে পড়েন ট্রেনে। ট্রেনে উঠেই সি-১৩ নম্বর কামরার টয়লেটে লুকিয়ে পড়েন। তবে সেখানে ধূমপান করতে গেলে ঘটে বিপত্তি। বেজে ওঠে ‘ফায়ার অ্যালার্ম’। খবর-এনডিটিভি

রেলের এক কর্মকর্তা বলেন, ওই যাত্রী টিকেট ছাড়াই টেনে উঠেছিলেন। ট্রেনের কর্মকর্তাদের কাছ থেকে পালিয়ে থাকতে লুকিয়ে পড়েন টয়লেটে। 

আগুন লেগেছে ভেবে ছুটে আসেন রেলকর্মীরা। শৌচাগারের দরজা ভেঙে দেখা যায়, এক যাত্রী ধূমপান করছেন। তাকে আটক করা হয়েছে। এই কাণ্ডের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বন্দে ভারত এক্সপ্রেসকে।

সিগারেটের ধোঁয়ায় বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। আগুন ভেবে ছুটে আসেন ট্রেনের কর্মকর্তারা 

এ বিষয়ে দক্ষিণ-মধ্য রেলের বিজয়ওয়াড়া ডিভিশনের এক কর্মকর্তা বলেন, টিকিট ছাড়া ট্রেনে চড়া ওই যাত্রী তিরুপতি থেকে উঠেছিলেন। ট্রেনে উঠেই তিনি শৌচাগারে ঢুকে পড়েন। তারপর ভেতরে ধূমপান করতেই বেজে ওঠে ‘ফায়ার অ্যালার্ম’। রেলকর্মীরা আগুন লেগেছে ভেবে তড়িঘড়ি ছুটে যান ওই কামরায়। দেখা যায় শৌচাগারের ভেতর থেকে অ্যালার্ম বাজছে। যাত্রীকে প্রাণে বাঁচাতে শৌচাগারের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। দেখা যায়, ওই ব্যক্তি সেখানে ধূমপান করছিলেন। তাতেই বেজে উঠেছিল বিপদ ঘণ্টা। 

ভারতে ট্রেনে ধূমপান নিষিদ্ধ। বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি-হাইস্পিড ট্রেনের শৌচাগারে লাগানো আছে ফায়ার অ্যালার্ম। যে অ্যালার্ম ধোঁয়ার সংস্পর্শে এলেই পাউডার জাতীয় ধোঁয়া ছাড়তে শুরু করে যা আগুন নেভানোর কাজে ব্যবহার হয়। ওই ব্যক্তি শৌচাগারে ধূমপান করতেই সেই অ্যালার্ম বেজে ওঠে।  

অভিযুক্ত ধূমপানকারীকে নেল্লোর স্টেশনে আটক করা হয়। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×