ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তালেবানের ক্ষমতা দখলের ২ বছর উদযাপন

তালেবানের ক্ষমতা দখলের ২ বছর উদযাপন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ২২:০৭ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ২২:০৭

আফগানিস্তানে ক্ষমতায় ফেরার দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে তালেবান। দিনটিতে সরকারি ছুটি রাখা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো দেশই তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এমনকি তালেবান সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসা নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। খবর বিবিসির। 

এক বিবৃতিতে মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কাবুল জয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমরা আফগানিস্তানের মুজাহিদদের অভিনন্দন জানাতে চাই। তাদের বলব, এ জয়ের জন্য তারা যেন আল্লাহকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার কাবুলে সৈন্যরা তল্লাশি বাড়িয়ে দেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তালেবান সদস্যরা পরিত্যক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস ভবনের কাছে মাসুদ স্কয়ারে জড়ো হন। তাদের মধ্যে কয়েকজনকে অস্ত্র বহন করতে দেখা যায়।  

পশ্চিমের হেরাতে তালেবান সমর্থকরা ‘ইউরোপীয়দের মৃত্যু হোক, পশ্চিমাদের মৃত্যু হোক, ইসলামিক আফগানিস্তান আমিরাত দীর্ঘজীবী হোক, আমেরিকানদের মৃত্যু হোক’ এমন স্লোগান দেন।  

আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে কেমন আচরণ করা উচিত কিংবা তাদের একঘরে করে রাখা নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশ দ্বিধায় ভুগছে, তখন ঘুরেফিরেই সামনে আসছে আফগানিস্তানে নারী অধিকারের বিষয়টি। জনগণকে ‘শিক্ষা দেওয়ার’ জন্য তালেবান প্রকাশ্যে বিভিন্ন শাস্তিও দিচ্ছে। 

আরও পড়ুন

×