ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

ছবি: খালিজ টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৪:২০

এবার সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। অভ্যন্তরীণ মজুত ধরে রাখা ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। খবর রয়টার্সের

গতকাল ২৫ আগস্ট এ রপ্তানি শুল্ক আরোপ করা হয়, যা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়।

চাল রপ্তানিতে শীর্ষে থাকা ভারত এমন সময় এই সিদ্ধান্ত নিলো যখন বিশ্বে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চালের দাম আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ২১ জুলাই অবাসমতী সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। 

এছাড়া সম্প্রতি আরও কিছু পণ্য রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এক সপ্তাহ আগে ভারত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে।

আরও পড়ুন

×