ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার!

বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০১:১৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০১:১৬

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়ে আলোচনায় এসেছেন। তবে স্ত্রীকে রাইফেল উপহার দেওয়ার ঘটনা রাজ্যজুড়ে একইসঙ্গে বিতর্কেরও জন্ম দিয়েছে।

প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে রিয়াজুল তার স্ত্রীকে ওই রাইফেলটি উপহার দিয়েছেন বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডের।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল হাতে ধরে আছেন।

তবে ওই পোস্টের মধ্য দিয়ে রাজ্যে তালেবান শাসনের প্রচারণা চলানো হচ্ছে বলে দাবি করেন বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা।

সমালোচনার মুখে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তার দাবি, স্ত্রীর হাতে থাকা রাইফেলটি সত্যিকারের নয়, এটি একটি খেলনা।

রিয়াজুল হক বলেন, ‘আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল। এখানে অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’

তিনি জানান, স্ত্রীর হাতের খেলনাটিকে অনেকে আসল ভাবতে শুরু করায় তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।

তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্য সংসদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের একাংশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন। কয়েক মাস আগেই ওই পদ থেকে তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন

×