ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অনলাইন প্রতারণায় লাখো মানুষ পাচার দক্ষিণ-পূর্ব এশিয়ায়

অনলাইন প্রতারণায় লাখো মানুষ পাচার দক্ষিণ-পূর্ব এশিয়ায়

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৪:১১

সহজ কাজে বেশি বেতনসহ নানা সুবিধার কথা বলে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হয়। আবার কাউকে প্রেম কিংবা বন্ধুত্বের আড়ালে পাতা হয় ভ্রমণের ফাঁদ। এই টার্গেটে থাকে অল্প শিক্ষিত থেকে শুরু করে উচ্চশিক্ষিত সবাই।

এভাবে নানা প্রলোভনে ফেলে তাদের পাঠানো হয় থাইল্যান্ড, মিয়ানমার আর কম্বোডিয়ায়। সেখানে আগে থেকেই অনলাইনে প্রতারক চক্র ঘাঁটি গেড়ে আছে। পাচারের শিকার এসব মানুষকেই পরে বাধ্য করা হচ্ছে অনলাইন প্রতারণার কাজে। তাদের কথা মতো কাজ না করলে নেমে আসে অমানুষিক নির্যাতন। মৃত্যুও হচ্ছে কারও কারও।

 জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, অনলাইন প্রতারণা চালানোর জন্য বিশ্বজুড়ে কয়েক লাখ মানুষকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাচার করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারে অন্তত ১ লাখ ২০ হাজার এবং কম্বোডিয়ায় ১ লাখ মানুষ এই কেলেঙ্কারিতে কাজ করতে বাধ্য হয়েছে। এর বেশির ভাগই এশিয়ার পুরুষ। তবে কেউ কেউ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো দেশের নাগরিক।

জাতিসংঘ মনে করে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসন দুর্বলের সুযোগে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের মতো ঘটনা চলছে দীর্ঘদিন ধরে। কেলেঙ্কারির কেন্দ্রগুলো প্রতি বছর বিলিয়ন মার্কিন ডলার আয় করছে এভাবে। খবর বিবিসির।

আরও পড়ুন

×