ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচনে জালিয়াতি

গ্যাবনে ক্ষমতা নিল সেনাবাহিনী

গ্যাবনে ক্ষমতা নিল সেনাবাহিনী

টিভিতে কথা বলছেন গ্যাবনের সেনাবাহিনীর কয়েকজন সদস্য। ছবি: আল-জাজিরা থেকে নেওয়া

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৪:০৭

গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অভ্যুত্থানে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনীর একটি দল। গতকাল বুধবার ভোরের দিকে কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সম্প্রচার মাধ্যম ‘গ্যাবন ২৪’-এ ভাষণ দেন।

সেখানে তারা বলেন, নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। যার কারণে ক্ষমতা দখলে নেওয়া হয়েছে। সীমান্ত বন্ধ করেছেন সেনা সদস্যরা। এখন দেশের সব নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছে তারা। খবর আল-জাজিরার। 

গত শনিবার অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্দিম্বা। ফলে তৃতীয় মেয়াদে তিনি ক্ষমতায় বসেন।

এ বিষয়ে সেনা কর্মকর্তারা বলেন, গ্যাবনের জনগণের পক্ষ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান শাসককে অপসারণ করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখব।

এই পরিস্থিতিতে সামরিক পদক্ষেপকে ঘিরে আফ্রিকার দেশটিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনগণের মধ্যে ভীতি ছড়িয়েছে। পথে পথে ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। দেশটিতে এখন কী ঘটছে, তা জানা যাচ্ছে না। প্রেসিডেন্ট কোথায় আছেন তাও জানায়নি সামরিক বাহিনী। 

আরও পড়ুন

×