শতাব্দীর শুষ্কতম আগস্ট, ভারতে খাদ্য উৎপাদন কমার আশঙ্কা

ভারতের হরিয়ানায় একটি পাইকারি বাজারে গম ছড়িয়ে দিচ্ছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১২:৫০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১২:৫০
গত একশ বছরেরও বেশি সময়ের মধ্যে চলতি বছরের আগস্টে ভারতে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। কম বৃষ্টিপাতের ফলে দেশটির খাদ্য উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: ব্লুমবার্গ’র
এরই মধ্যে ভারত দেশের অভ্যন্তরে মূল্য নিয়ন্ত্রণে চাল ও গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। কিছু খাদ্যপণ্যের মজুদ পরিমাণও কমিয়েছিল দেশটি। তবে উৎপাদন কমের আশঙ্কায় রপ্তানিতে আরও কড়াকড়ি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সাধারণ বর্ষা মৌসুমের চেয়েও ৩৬ শতাংশ কম, অর্থাৎ ১৬২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবারের আগস্টে। জুন-আগস্টে গড় বৃষ্টিপাতের চেয়ে ১০ শতাংশ কম ছিল এবার। ভারতের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
ভারতের মোট কৃষিজমির প্রায় অর্ধেক বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। আখ এবং সয়াবিন চাষেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃষ্টি।