আইএলওর প্রতিবেদন
বিশ্বব্যাপী শিশুশ্রমের প্রবণতা বাড়ছে

প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
রুটি-রুজির সন্ধানে শিশুরা স্কুল ছেড়ে ক্রমবর্ধমান হারে কাজে যোগ দিচ্ছে। এতে কয়েক লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্যে দেখা গেছে, ২০২০ সালের গোড়ার দিকে প্রায় ১৬ কোটি শিশু শিশুশ্রমের শিকার হচ্ছে এবং এটি বন্ধ করার জন্য বিশ্বব্যাপী যে প্রচেষ্টা, তা গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো থমকে গেছে। টোগোর সাবেক প্রধানমন্ত্রী হাউংবো বলেন, প্রাথমিক তথ্য থেকে বোঝা যায়, এই প্রবণতা অব্যাহত রয়েছে।
জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ, ইউক্রেনের যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, কিছু পরিবারের জন্য দিনে একবারও খাবার না পাওয়ার পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে কিছু মা-বাবা তাদের সন্তানদের যৌনকাজে ঠেলে দিচ্ছেন।
কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসায় ১৪ বছর বয়সী এক মেয়েশিশু জানায়, তার মা তাদের তিন ভাইবোনের জন্য খাবার ও স্কুলের ফি জোগাড় করতে পারছেন না। তাই তার নিজের কাজের সন্ধান করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইউনিসেফের সামাজিক নীতি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিচালক নাটালিয়া উইন্ডার-রসি বলেন, অনেক পরিবারকে সত্যিই এমন অসম্ভব সব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে শিশুদের বিকাশ প্রভাবিত করবে। খবর বিবিসির।