সড়কে মদের ‘নদী’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৩২
পিচঢালা সড়কে লাল রঙের পানির স্রোত। পাশেই দাঁড়িয়ে আছে গাড়ি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। জানা গেল, এসব পানি নয়, মদ।
গণমাধ্যমগুলো বলছে, উত্তর পর্তুগালের সাও লরেঙ্কো ডো বাইরোতে একটি কারখানায় দুটি ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটে। এতে গ্রামের রাস্তায় রেড ওয়াইন নদীর স্রোতের মতো প্রবল বেগে প্রবাহিত হয়। ভিডিওতে এটিকে রক্তবন্যা হিসেবে মনে হবে যে কারও।
কারখানাটিতে বিস্ফোরণের পর প্রায় ২৩ লাখ লিটার রেড ওয়াইন হঠাৎ ছড়িয়ে পড়ে। লেভিরা ডিস্টিলারির মালিকানাধীন ট্যাঙ্ক দুটি ফেটে এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিপুল এই রেড ওয়াইন পার্শ্ববর্তী ক্রেমা নদীতে মিশতে পারেনি। যদি নদীতে মিশে যেত, তাহলে পরিবেশ-প্রকৃতির বড় ক্ষতির আশঙ্কা ছিল। ডিস্টিলারি বিবৃতিতে জানায়, রেড ওয়াইন ছড়িয়ে পড়ায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করে দেবে।ইউরোপে ক্রমেই বাড়ছে ওয়াইনের চাহিদা। ফলে এই চাহিদা পূরণ করতে প্রচুর পরিমাণে ওয়াইন মজুত করা হচ্ছে বিভিন্ন স্থানে। যেসব স্থান আসলে মজুতের জন্য উপযুক্ত নয়। এতেই ঘটে দুর্ঘটনা।