ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্লোভাকিয়ায় নির্বাচনে সামান্য ব্যবধানে মস্কোপন্থী দলের হার!

স্লোভাকিয়ায় নির্বাচনে সামান্য ব্যবধানে মস্কোপন্থী দলের হার!

প্রোগ্রেসিভ স্লোভাকিয়ার নেতা মিশেল সিমেকা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০১:১৬ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০১:১৬

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেতা রবার্ট ফিকোর নেতৃত্বাধীন মস্কোপন্থী দল স্মার-এসডিকে সামান্য ব্যবধানে হারিয়ে দিয়েছে উদারপন্থী দল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া। জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। খবর: বিবিসি’র

সরকারিভাবে প্রোগ্রেসিভ স্লোভাকিয়াকে বিজয়ী ঘোষণা করা হলে তাদের অবশ্য জোট করে সরকার গঠন করতে হবে। এককভাবে সরকারের গঠনের মতো ভোট পায়নি দলটি। তবে স্মার-এসডি এক-তৃতীয়াংশ ভোট পেয়েছে এবং অনেক বিশ্লেষক এখনও মনে করছেন, দলটি জয়ের মুখ দেখতে পারে।

এবারের ভোটে মস্কোপন্থী দল স্মার-এসডি জেতার আশা করেছিল। যদিও ফলাফল বলছে, সম্প্রতি তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

সীমান্ত লাগোয়া যুদ্ধবিধস্ত ইউক্রেনে সরাসরি সামরিক সহযোগিতা কার্যক্রম বন্ধের কথা বলে আসছিল স্মার-এসডি। ২০১৮ সালে স্লোভাকিয়ার অনুসন্ধানী সাংবাদিক জ্যান কুসিয়াক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য হন স্মার-এসডি নেতা রবার্ট ফিকো। কিছুদিন আগে তিনি বলেন, ‘স্মার জয়লাভ করে সরকার গঠন করলে আমরা ইউক্রেনে একটি অস্ত্রও পাঠাব না।’

কিয়েভকে ব্যাপকভাবে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে স্লোভাকিয়া। সারফেস-টু-এয়ার মিসাইল, হেলিকপ্টার এবং এমনকি দেশটি নিজেদের সবগুলো মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিয়ে দিয়েছে।

আরও পড়ুন

×