টেলিভিশন স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলা

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ০৭:২২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ | ০৭:২৮
দক্ষিণ আমেরিকার দেশে ইকুয়েডরের একটি টেলিভিশন স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে ঢুকে পড়েছে একদল বন্দুকধারী। তারা সেখানে গুলি চালিয়েছে এবং অনুষ্ঠানের কর্মীদের হুমকিও দিয়েছে। এ ঘঠনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। অপরাধীদের সকলে হুড পরিহিত এবং হাতে ছিল বন্দুক। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তাদের দেখাও গেছে। দেশটির বন্দরনগরী গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে সোমবার এ ঘটনা ঘটে। খবর- বিবিসি
আগের দিন দেশটির দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট লস ক্রোনেরসের হোতা অ্যাডলফো মাসিয়াস রোববার কারাগার থেকে পালিয়ে যায়। পরদিন থেকে ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ জারি করা হয়। দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অ্যাডলফো মাসিয়াসকে মাদকপাচার, হত্যা ও সংঘবদ্ধ অপরাধের দায়ে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড নিয়ে টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়ে। সেখানে তারা গুলি চালায়। এ সময় এক নারীকে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না।’
ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে হামলাকারীরা। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে পড়ে। এর আধা ঘণ্টা পর পুলিশ সেখানে যায়।
পুলিশ জানিয়েছে, টেলিভিশন স্টেশনটি থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে একই দিন দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ ৭ জন পুলিশ সদস্যকে অপহরণ করে অপরাধী চক্রটি। একটি ভিডিওতে দেখা গেছে, অপহৃত এক পুলিশ সদস্যকে দিয়ে প্রেসিডেন্টের উদ্দেশে একটি লিখিত বক্তব্য পড়ানো হয় যাতে তাকে দিয়ে বলানো হয়, আপনি (প্রেসিডেন্ট) যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি যুদ্ধই পাবেন।
- বিষয় :
- বন্দুকধারীর হামলা