ইউরোপের রাস্তায় শত শত ট্রাক্টর, কৃষকদের ‘প্যারিস অবরোধ’

ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ১০:৪১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ | ১০:৪৩
কম মজুরিসহ আরও বেশ কিছু সমস্যার বিরুদ্ধে ফ্রান্সজুড়ে চলছে কৃষক বিক্ষোভ। সোমবার কৃষকরা শত শত ট্রাক্টর নিয়ে এসে রাজধানী প্যারিসমুখী প্রধান প্রধান রাস্তাগুলো অবরোধ করতে শুরু করেছে। এ কর্মসূচিকে তারা বলছে ‘প্যারিস অবরোধ’। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দিয়েছে জার্মানি ও বেলজিয়ামের কৃষকরাও। তারাও সেখানে ট্রাক্টর দিয়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করছে। এতে করে পুরো ইউরোপজুড়েই ‘ভেঙে পড়েছে’ সংযোগব্যবস্থা। খবর বিবিসি ও আল-জাজিরার
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের যুব কৃষক ফেডারেশন নামুর মহাসড়ক অবরোধ করায় বন্ধ হয়ে গেছে জার্মানি এবং ফ্রান্সের একটি ক্রসিং পয়েন্ট। এছাড়া বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক পরিবহন পথও।
অন্যদিকে জার্মানিতে কৃষকরা ট্রাক্টর দিয়ে হামবুর্গ বন্দর এলাকামুখী পথ অবরোধ করছে।
ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানির কৃষকরা বলছে, তাদের যথেষ্ট মজুরি দেওয়া হচ্ছে না। তাছাড়া পরিবেশ সুরক্ষার জন্য অতিরিক্ত নিয়মবিধি তাদের টুঁটি চেপে ধরছে।
কৃষকরা বলছে,তাদের লক্ষ্য সুপারমার্কেটগুলোতে খাবার সরবরাহ বন্ধ করা। এক বিক্ষুব্ধ কৃষক বিবিসি কে বলেছেন, ‘আমরা সস্তা কৃষিকাজ করতে পারব না... আমরা যাতে বাণিজ্য থেকে জীবনধারণের জন্য আমাদের ব্যয় নির্বাহ করতে পারি সে ব্যবস্থা থাকা প্রয়োজন।’
কৃষকরা ট্রাক্টর দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রতিবাদের অংশ হিসেবে সরকারি কার্যালয়ের দরজায় দরজায় কৃষি-বর্জ্যও ফেলছে।
- বিষয় :
- ইউরোপ
- কৃষক বিক্ষোভ