ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নাইজেরিয়ার স্কুল থেকে ২৮০ শিক্ষার্থী অপহৃত

নাইজেরিয়ার স্কুল থেকে ২৮০ শিক্ষার্থী অপহৃত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১৩:০৯

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার এক স্কুলে হামলা চালিয়ে অন্তত ২৮০ জন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। খবর- এএফপি

নাইজেরিয়ার চিকুন জেলায় অবস্থিতি ওই স্কুলের এক শিক্ষক জানান, বন্দুকধারীরা গোলাগুলি শুরু করার পর অনেক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান শিক্ষকরা। এরপর মাথা গুনতে গেলে দেখা যায় অন্তত ২৮০ জন শিক্ষার্থী নিখোঁজ। এর মাঝে ১২৫ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। 

তবে স্থানীয় সরকারি কর্মকর্তারা নিশ্চিত করে বলেননি কত জন শিক্ষার্থী অপহৃত হয়েছে। 

মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা নাইজেরিয়ায় নতুন নয়। সন্ত্রাসীরা এর আগেও স্কুল-কলেজে হামলা চালিয়ে শিক্ষার্থীদের তুলে নিয়ে গেছে। তবে ইদানীং এমন ঘটনা কমে এসেছে। 

আরও পড়ুন

×