সেই ৩৫ সোমালি দস্যুকে নেওয়া হল মুম্বাইয়ে

ভারতে নিয়ে আসা হয় সোমালি দস্যুদের। ছবি: বাসস
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৯:৪০ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১০:৫৬
মাল্টার পতাকাবাহী একটি জাহাজ জিম্মিদশা থেকে মুক্ত করার ঘটনায় আত্মসমর্পণ করা সোমালিয়ার ৩৫ দস্যুকে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই জলদস্যুদের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে মুম্বাইয়ে নেওয়া হয়। এখন তাদের বিচার হবে সেখানে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরা ও এএফপির।
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে গত ১৬ মার্চ দস্যুরা মাল্টার জাহাজ এমভি রুয়েনকে ব্যবহার করে। এ ঘটনার পর অভিযানে নামে ভারতের নৌবাহিনী। এ সময় ৩৫ সোমালিয়ার জলদস্যু আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর ১৭ নাবিকসহ উদ্ধার করা হয় জাহাজটি। নাবিকদের মধ্য মিয়ানমারের ৯ জন, বুলগেরিয়ার ৭ জন ও অ্যাঙ্গোলার একজন রয়েছেন।
জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা। আত্মসমর্পণের পরপরই ৩৫ জলদস্যুর বিচার ভারতীয় আইনে হবে বলে জানিয়েছিল দেশটি। গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ দখলে নেয়।
- বিষয় :
- সোমালিয়া জলদস্যু
- মুম্বাই