ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিশু নয়, বড়দের ডায়াপারের চাহিদা বেশি জাপানে

শিশু নয়, বড়দের ডায়াপারের চাহিদা বেশি জাপানে

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১১:৩৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ১২:০২

জাপানের ডায়াপার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওজি হোল্ডিংস জানিয়েছে, বাচ্চাদের ডায়াপার তৈরি বন্ধ করে দেবে তারা। এর বদলে প্রাপ্তবয়স্কদের ডায়াপার তৈরিতে তারা জোর দেবে। জাপানে জন্মহার উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ার কারণে এ পদক্ষেপ নিয়েছে তারা। খবর- বিবিসি

একদিকে যেমন শিশু জন্ম কমেছে, অন্যদিকে বেড়েছে বয়স্ক জনগোষ্ঠী। ফলে বিগত প্রায় এক দশকে শিশুদের ডায়াপারের তুলনায় বেশি বিক্রি হয়েছে প্রাপ্তবয়স্কদের ডায়াপার।

২০২৩ সালে ৭,৫৮,৬৩১টি শিশু জন্ম নিয়েছে। আগের বছরের তুলনায় তা ৫.১ শতাংশ কম। এছাড়া ১৯'শ শতকের মাঝে এটাই জাপানে সবচেয়ে কম জন্মহারের নজির। 
এক বিবৃতিতে ওজি হোল্ডিংস জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠান ওজি নেপিয়া বছরে ৪০০ মিলিয়ন শিশুদের ডায়াপার তৈরি করে। ২০০১ সাল থেকে উৎপাদন কমে চলেছে। সে বছরে উৎপাদন ছিল ৭০০ মিলিয়ন। তবে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় শিশুদের ডায়াপার উৎপাদন অব্যাহত রাখবে, কারণ সেখানে চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 

২০১১ সালে জাপানের সবচেয়ে বড় ডায়াপার প্রস্তুতকারী সংস্থা ইউনিচার্ম জানায়, শিশুদের ডায়াপারের তুলনায় প্রাপ্তবয়স্কদের ডায়াপার বেশি তৈরি করছে তারা। 
জাপানের প্রায় ৩০ শতাংশ মানুষ ৬৫ বছর বা তার বেশি বয়সী। এছাড়া গত বছর ৮০ বছরের বেশি বয়সী মানুষ ছিল ১০ শতাংশের বেশি। এ কারণে সে দেশে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ক্রমশ বড় হচ্ছে। 

বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস- দুদিক দিয়েই সমস্যার মধ্যে রয়েছে জাপান। জন্মহার বাড়ানোর  জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না তাতেও। জাপানের পাশাপাশি চীন, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতেও কমছে শিশু জন্মহার। 

আরও পড়ুন

×