স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে শঙ্কা কাটেনি

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ০৯:০৫
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা কাটেনি। তার অবস্থা এখনও গুরুতর। তিনি বড় ধরনের জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক ও চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে রবার্ট কালিনাক বলেন, ‘এটা বলা গুরুত্বপূর্ণ যে, আমরা এখনও জয়ী হইনি। গুলিবিদ্ধ রবার্ট ফিকো বিসত্রিচা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার সেই হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রবার্ট কালিনাক বলেন, পেটে গুলে লাগলে তা প্রাণঘাতী। চিকিৎসকেরা সেই আশঙ্কা কাটিয়ে শারীরিক অবস্থা আরও স্থিতিশীল করে তুলতে পেরেছেন। গুলি লাগার ক্ষত সবসময় গুরুতর।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ রবার্ট ফিকো এখনও বড় জটিলতায় পড়ার ঝুঁকিতে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। শুক্রবার তার শরীরে দুই ঘণ্টার একটি অস্ত্রোপচার করা হয়।
বুধবার দেশটির মধ্যাঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ সময় একটি গুলি তার পেটে লাগে। গুলি লাগার পর তিনি মাটিতে পড়ে যান। প্রথমে তাকে গাড়িতে করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফিকোকে হেলিকপ্টারে করে নেওয়া হয় বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
গত ৩০ সেপ্টেম্বরে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুতিনকে সমর্থন করা ফিকো। ওই সময় ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।
- বিষয় :
- স্লোভাকিয়া
- গুলি