ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতিসংঘ মহাসচিব

লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না

লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪ | ১১:৪৭ | আপডেট: ২২ জুন ২০২৪ | ১১:৫৮

লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময় করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি বেপরোয়া পদক্ষেপ, ভুল বুঝাবুঝি বিপর্যয় ঘটাতে পারে, যা সীমানা ছাড়িয়ে যেতে পারে, এমন কী কল্পনাকেও। এ অঞ্চলের মানুষ ও বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’ খবর আল জাজিরার।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল এবং নিরস্ত্র পর্যবেক্ষক ইউএনটিএসও লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্লু লাইন নামে পরিচিত সীমানা রেখা বরাবর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ লেবাননে দীর্ঘকাল ধরে অবস্থান করছেন।

গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা নিরসন ও ভুল বোঝাবুঝি রোধে কাজ করছেন। বিশ্বকে সোচ্চার হয়ে স্পষ্ট করে বলতে হবে– অবিলম্বে উস্কানি বন্ধ করা কেবল প্রয়োজনই নয়, এটা অপরিহার্য। কোনো সামরিক সমাধান নেই।’ 

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা ও ভারী কামান দিয়ে গুলি ছুঁড়েছে। সীমান্তে শত শত নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এরই মধ্যে ‘বৈরুতকে গাজায় পরিণত করার’ হুমকি দিয়েছেন। অপরদিকে চলতি সপ্তাহে হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা চালালে ‘কোন সংযম ও নিয়ম নেই’ বলেও সতর্ক করেছেন।

আরও পড়ুন

×