ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাঙরের পেটে উচ্চ মাত্রার কোকেন

হাঙরের পেটে উচ্চ মাত্রার কোকেন

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ০৬:৪৪

ব্রাজিলের উপকূলে থাকা হাঙরের দেহে কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। কীভাবে হাঙরের পেটে কোকেন এসেছে, তা নিয়ে চলছে গবেষণা। 

ধারণা করা হচ্ছে, হাঙরের দেহে যে কোকেন পাওয়া গেছে, তা অবৈধ ল্যাবরেটরির মাধ্যমে পানিতে মিশেছে। যেখানে এই মাদক তৈরি হয়, হয়তো সেখান থেকে কোনো উপায়ে অথবা মাদক ব্যবহারকারীদের তৈরি বর্জ্যের মাধ্যমে এই কোকেন আসতে পারে, যা ব্রাজিলিয়ান শার্পনোজ হাঙর এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের ক্ষতি করছে। 

গবেষকরা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্টের মধ্যে জেলেদের জালে আটকা পড়া ১৩টি হাঙর পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন। গবেষকরা বলছেন, ওই হাঙরগুলোর পেশি এবং লিভারে উচ্চ মাত্রার কোকেন পাওয়া গেছে। ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন পরিচালিত এই গবেষণা প্রথমবারের মতো হাঙরের মধ্যে কোকেনের উপস্থিতি খুঁজে পেয়েছে।

গবেষকরা বলছেন, সমুদ্রে চোরাচালানকারীদের হারিয়ে যাওয়া বা ফেলে দেওয়া কোকেনের প্যাকেটগুলোও এসব হাঙরের দেহে পাওয়া কোকেনের উৎস হতে পারে। লেইরিয়া পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস সেন্টারের সামুদ্রিক ইকো-টক্সিকোলজিস্ট সারা নোয়াস বলেন, এই আবিষ্কারগুলো খুব গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনকও। কোকেন হাঙরদের আচরণে পরিবর্তন আনছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা অনেক দিন ধরেই বলে আসছেন, চোরাকারবারিদের পানিতে ফেলা মাদকদ্রব্য সাগরের জীববৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার জলভাগে এ ধরনের প্রচুর কোকেনের সন্ধান মিলেছে। বিবিসি।

আরও পড়ুন

×