কমলাকে সমর্থন জানালেন ওবামা

বারাক ওবামা ও কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৯:৪৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ | ১৯:৪৯
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন। শুক্রবার বিবৃতিতে ওবামা দম্পতি এ সমর্থন ব্যক্তি করেন।
ওবামা প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন কিনা– তা নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা ছিল। অবশেষে তার অবসান হলো।
যৌথ বিবৃতিতে ওবামা এবং মিশেল বলেছেন, তারা বিশ্বাস করেন, কমলা হ্যারিসের ‘দূরদর্শিতা, বিশিষ্টতা এবং শক্তি’ আছে, যা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি। প্রেসিডেন্ট জো বাইডেন রোববার নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কমলা যে শতাধিক বিশিষ্ট ডেমোক্র্যাট নেতার সঙ্গে কথা বলেছেন, তার মধ্যে আছেন বারাক ওবামাও।
কমলা খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের (প্রতিনিধি) সমর্থন পেয়ে গেছেন। আগস্টে দলীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনিই দলের মনোনয়ন পেতে চলেছেন।
- বিষয় :
- কমলা হ্যারিস
- বারাক ওবামা