পেজেশকিয়ানকে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি

ছবি: আবর নিউজ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৫:২৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১৫:৪৪
মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আজ রোববার পেজেশকিয়ানকে এ দায়িত্ব দেন খামেনি। আগামী মঙ্গলবার পার্লামেন্টে শপথ নেবেন এ নতুন প্রেসিডেন্ট। খবর এএফপির।
খামেনির কার্যালয়ের পরিচালক ধর্মীয় নেতার বার্তা পড়ে শোনান। বার্তায় খামেনি বলেন, ‘আমি বিজ্ঞ, সৎ, জনপ্রিয় ও প্রজ্ঞাবান ব্যক্তি মি. পেজেশকিয়ানের নির্বাচনে জয়লাভের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমি তাকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি।’
সমর্থন জানানোর অনুষ্ঠানটি রাজধানী তেহরানে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে এটি সরাসরি সম্প্রচার করা হয়। পেজেশকিয়ানর প্রতিদ্বন্দ্বী কট্টর রক্ষণশীল প্রার্থী সাঈদ জলিলিও অনুষ্ঠানে যোগ দেন। এছাড়ও সাবেক মধ্যমপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে পেজেশকিয়ানকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
গত ৫ জুলাই এর নির্বাচনে এক কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন পেজেশকিয়ান (৬৯)। তিনি দ্বিতীয় পর্যায়ের ভোটের মোট ৫৪ শতাংশ পান। মোট তিন কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ইরানে প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করা হয় না। দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তিনি ৩৫ বছর ধরে এই পদে আছেন। খামেনির আনুষ্ঠানিক সমর্থন পাওয়ার পর পেজেশকিয়ান তাকে ধন্যবাদ জানান।