ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালাল ১৪ বছরের কিশোর, প্রাণ গেল ৪ জনের

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালাল ১৪ বছরের কিশোর, প্রাণ গেল ৪ জনের

রিচার্ড অ্যাসপিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, ম্যাসন শেরমারহর্ন এবং ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো। ছবি: সিএনএন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহতদের মধ্যে রয়েছেন দুজন করে ছাত্র ও শিক্ষক। আহত হয়েছেন আরও ৯ জন। ব্যারো কাউন্টির উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবার এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

নিহতরা হলেন- রিচার্ড অ্যাসপিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, ম্যাসন শেরমারহর্ন এবং ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বা জিবিআই বলেছে, তারা সেখানকার একটি হাইস্কুলে ‘গোলাগুলির’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।

গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে। আহতদের সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হননি। হামলার সময় ঘটনাস্থল পালাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

১৪ বছর বয়সী এক কিশোর অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। 

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, হামলার ঘটনায় স্কুলের ছাত্র কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।

আরও পড়ুন

×